My Inward Journey S2 E4

Share

Journal ২7শে আষাঢ়, ১৪৩০, বুধবার, ইং 12th July 2023, সোনারপুর, কলকাতা

গত ২ দিন ধরে ওয়েবসাইটের উপর অনেক কাজ করেছি। ডান্স মোমেন্টসগুলি পাকাপাকি ভাবে Clickstory তে যে দেবো সেটা সবাইকে Facebook এ জানিয়েও দিয়েছি। Social media share button গুলি ইচ্ছা করেই রাখলাম না। শুধু শুধু ওয়েবসাইট এর লোড বাড়িয়ে লাভ নেই। লিংক তো Facebook, ইনস্টাগ্রাম এবং পিন্টারেস্টে এ থাকবেই, আসা করছি ওখান থেকে অডিয়েন্স খুব সহজেই post টা শেয়ার করে নিতে পারবেন।

আমি কিছু planning আর design format ভেবেছি।কোনো একটি ডান্স ইভেন্টের পুরো ডিটেলসটি দিয়ে পোস্ট করবো, আর সঙ্গে ছবি থাকবে date wise । এতে অডিয়েন্স এর বুঝতে সুবিধা হবে আজ কটা ছবি পোস্ট করলাম। ঠিক করেছিলাম দুই রকম ভাবে ছবি পোস্ট করবো। Color and B/W । Soumik এর মত হলো যেখানে দরকার সেখানেই দুটি variation রাখার। এটাও ঠিক যে ডেস্কটপ, ল্যাপটপ, ট্যাবে photo gallery যতটা সুন্দর করে দেখা যায় (একসাথে ৩ টা বা ৪ টা ), মোবাইল এর ছোট স্পেসের জন্য একটা একটা করে ছবি আসবে।

আগামী কাল একটা বিষয় দেখতে হবে। ধরা যাক আমি ১৫০ টা ছবি পোস্ট করবো মনস্থ করেছি, তাতে পেজ লোডিং এর কি প্রব্লেম হবে? কারণ pagination করলে সবাই বিষয় টা বুঝতে নাও পারেন। কাল কলেজ আছে। সময় পেলে এটা নিয়ে একটু পড়াশোনা করে নেবো। হাতে আর দুটো দিন আছে। Hope for the best.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *