My Inward Journey S2 E3

Share

Journal ২৪শে আষাঢ়, ১৪৩০, রবিবার, ইং 9th July 2023, সোনারপুর, কলকাতা

আজ একটা সিদ্ধান্তে উপনীত হলাম। এর জন্য হয়তো আর একটা break লাগবে। এই বিরতিটা ৫ দিনের জন্য। ফেসবুকের যা অবস্থা তাতে প্রচুর problem এ পড়তে হচ্ছে। এখনতো ছবিগুলি মানুষের কাছে সেই ভাবে যাচ্ছেনা। খেয়াল করে দেখেছি নিজের ছবি দিলেই সেটা অনেক লোকের কাছে cater হচ্ছে। এই নতুন algorithm টা আমার একদম পছন্দ হচ্ছেনা। ছবির resolution আরো কমিয়ে দিয়েছে FB। জানতাম একদিন এই স্পেস প্রব্লেম হবেই এদের। এখন ছবি আপলোড করতে গেলে এত্ত টাইম নিচ্ছে যে আমি অন্য আর একটা কাজ করে এসে দেখি আপলোড হলো কিনা?

সৌমিক তো আবার কি সব blue টিক্ ফিক ইত্যাদি বললো। বেশি reach, better service পেতে গেলে নাকি প্রতি মাসে একটা টাকাও দিতে হবে। মনে পরে যাচ্ছে যখন FB web world এ এলো, sign up বা sign in করার পেজে লেখা থাকতো “It is free and always will be.”

তাহলে একটা কাজ করি। Clickstory তে ছবি দিয়ে তার লিংকটা FB তে দিয়ে দিই। এতে আমার কাজের quality ঠিক থাকবে আর সেই সঙ্গে একটা ভালো ট্রাফিকও আসবে। আর তো কোনো better option পাচ্ছিনা। এই লিংকটা Instagram এও রাখবো, FB page এও পোস্ট করবো। আমি আশাবাদী। হয়তো initial স্টেজে কেউ খুলেই দেখবেন না, তাও এই প্রক্রিয়াটি চালিয়ে যাবো বলে মনস্থ করেছি।

ছবিগুলি নিয়ে আরো বেশি খাটতে হবে হয়তো, কিন্তু একটা ডকুমেন্ট হিসাবে থেকে যাবে আমার কাছে। এটা আমার একটা এক্সট্রা ব্যাকআপ হিসাবে কাজ করবে। একটা ছবিকে ৮ ভাগে ভেঙে ঠিক মতো পোস্ট করা একটু চাপের কাজ, তাও সেটা হয়তো সেরা ছবিগুলিকেই নির্বাচন করতে সাহায্য করবে। আগামী শুক্রবার থেকে এই পদ্ধতিটি শুরু করার ইচ্ছা। দেখা যাক, সব যদি ঠিক থাকে তাহলে শুক্রবার অন্যভাবে ছবি দেয়া শুরু।

Share

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *