My inward journey S2 E1

Share

Journal ৮ ই আষাঢ়, ১৪৩০, শুক্রবার, 23rd June, 2023, Sonarpur, Kolkata

journal S2

আজ থেকে ঠিক করেছি আমার জার্নাল এর জন্য বাংলা তারিখটা লিপিবদ্ধ করে রাখবো। বাংলার ৬টি ঋতুর মতন আমার জার্নাল এরও দুটি মাস অন্তর অন্তর season number change হবে। যেমন বৈশাখ, জৈষ্ঠ ছিল season 1 বা S1. S2 আষাঢ় এবং শ্রাবন মাসকে নিয়ে। Feature image গুলিও ঋতু অনুযায়ী দেবার চেষ্টা করবো। যেমন S2 এর জন্য বৃষ্টি, ছাতা, আর মানুষ তো থাকতেই হবে আমার ছবিতে।

আজ বেশ আনন্দের দিন। অনেকগুলি আনন্দ একসাথে হৈ হৈ করতে চলে এলো বেলা ৫ টার পরপরই।

আনন্দ ১) কাল থেকে ছুটি-ছুটি-ছুটি, গরম-গরম রুটি। টেনে ঘুম যতক্ষণ ইচ্ছা।

আনন্দ ২) Various photography terms alphabet wise কমপ্লিট করলাম। খুব হেক্টিক গেলো। কিন্তু খুব খুশি কারণ এক একটি আলফাবেট এর জন্য প্রায় ১০০ টা করে terms দিতে পেরেছি। সব alphabet এর জন্য possible হয়নি। এটা একটা ongoing process. তাই যখনি নতুন কোনো photographic term পাবো, clickstory তে লিপিবদ্ধ করে রাখার চেষ্টা করবো। কত যে নতুন কিছু শিখতে পারলাম, জানতে পারলাম এটা ভেবেই একটা ভালোলাগার আবেশ ছড়িয়ে যাচ্ছে মনে প্রাণে।

আনন্দ ৩) কাল সারাটা দিন বিশ্রাম। যদিও ক্যামেরার দোকানে একবার যাওয়ার আছে আর তারপর নির্মাল্য বাবুর নাচের প্রোগ্র্যাম কভার করার আছে, তাও এটা আমার বিশ্রামের মধ্যেই পড়বে। কিন্তু তারপর দিন থেকে…………yes yes yes…edit edit and edit my pending dance programmes. FB তে পোস্টও করবো। শুরু করবো শুভজিৎ খুশ দাসের মনসামঙ্গল দিয়ে।

একটাই চিন্তা আছে, লেন্স এর grip rubber টা যেন technician ঠিক করে দিতে পারেন। সামনের রিংটাও ওই কারণে খুলে বেরিয়ে আসছে। দেখা যাক কি হয়!

ফোটোগ্রাফি টার্মস এর লিংক টা এখানে শেয়ার করলাম। সময় পেলে আপনারাও পড়ে দেখবেন। মতামত জানাবেন কমেন্টস সেক্শনে।
Alphabetical glossary of photography terms

Share

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *