My Inward Journey S1 E7

Share

Journal – S1 E7 Monday 12th June, 2023 at Sonarpur, Kolkata

journal writing
Image credit: Pexels

আজ সারাটা দিন মেঘলা আকাশ, গুমোট গরম আর এক্সাম এর ডিউটি দিয়েই কেটে গেলো । অনেকটা সময় পেয়েছিলাম ফোটোগ্রাফি নিয়ে চিন্তা করার । কারণ invigilate করার সময়টাই ভাবনা গুলি ভাবতে ভালো লাগে । যদিও চোখ আর কান সজাগ থাকে যাতে আমার students রা malpractice না করতে পারে । এমন বেশ কিছু চিন্তা – ভাবনা সঞ্চিতই আছে স্মৃতির মনিকোঠায় । সেই ভাবে ইমপ্লিমেন্ট করার টাইম পাচ্ছিনা ।

আজ যে চিন্তাটা মাথায় এলো তা হলো ফটোগ্রাফির জন্য একটা glossary তৈরি করার, যা আগামী প্রজন্ম কে হয়তো কিছুটা হলেও সহায়তা করতে পারে । বেসিক ফটোগ্রাফির মধ্যে একটা পেজ থাকবে যেখানে english alphabet A to Z এর ছবি থাকবে । ভিসিটর্সরা কোনো একটি লেটার এ ক্লিক করলে সেটি user কে redirect করে দেবে নতুন একটি পেজ এ । এখানে A দিয়ে যত আমার জানা ফোটোগ্রাফি টার্মস আছে সেই গুলি লিপিবদ্ধ থাকবে । প্রতিটি টার্মস এর সুষ্ঠূ বিবরণী দেয়ারও চেষ্টা করবো । এর জন্য হয়তো আরো বেশি পড়াশোনা করতে হবে, সেই সঙ্গে নতুন কিছু ফটোগ্রাফির শব্দ জানতে পারলে সেই alphabet এর পেজ এ যুক্ত করে দেব । কাল থেকেই ধীরে ধীরে শুরু করে দেব এই কাজটি ।

[mc4wp_form id=”20969″]

কলেজ থেকে ফেরার পথে ভয়ঙ্কর ঝড় আর বৃষ্টির মাঝে পড়েছিলাম । ভাগ্গিস জয়দীপ গাড়ি এনেছিল তাই কামালগাজি অব্দি চলে আস্তে পেরেছিলাম । এর পর অটো তে মোটামুটি ভিজেই গেলাম আর কামরাবাদ থেকে বাড়ি, পুরোটাই ভিজে ফিরলাম।

প্রচুর প্রোগ্র্যাম এর ছবি পেন্ডিং হয়ে গেছে । গতকাল মৌসুমী ম্যাম এর প্রোগ্র্যাম খুব ভালো হয়েছিল। আমাকে ওনারা এত্ত আপ্পায়ন করেছেন যা অবর্ণনীয়। ছেলে মেয়েগুলিকে খুব যত্ন নিয়ে শেখাচ্ছেন ম্যাম। ওরাও ওদের সেরাটা আমাদের সামনে উপস্থাপর করার ঐকান্তিক প্রচেষ্টা করেছে। বিশেষ করে synchronization, coordination আর practice এর মেলবন্ধনের সাক্ষী থাকলাম। ম্যাম নিজে Bharatanatyam এর Padam পরিবেশন করেছিলেন। দর্শকরা মুগ্ধ হয়ে দেখছিলেন ম্যাম এর পারফরমেন্স। গান্ধর্বী আরো এগিয়ে চলুক, নতুন প্রজন্মের কাছে একটি দৃষ্টান্ত স্থাপন করুক এই কামনা করি।

Share

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *