My inward journey S1 E4

Share

Journal Tuesday 6th June, 2023 at Anandapur, Kolkata

journal writing
Image credit: Pexels

আজ সকালবেলা নন্দিতার সাথে বসে চা পান করছি, হঠাৎ মোবাইল ফোনটি বেজে উঠলো। দেখি সুমন ফোন করেছে। জানতে পারলাম গতকাল রাতে সোমনাথ এর বাবা massive heart attack এ মারা গেছেন। মনটা খুব খারাপ হয়ে গেলো। সোমনাথ clickstory তে অনেক ভ্রমণ কাহিনী লিখেছে। সেই গুলি গুণীজনদের কাছে বেশ সমাদৃত হয়েছিল। আজও পরীক্ষার ইনভিজিলেশন ডিউটি আছে। মাধ্যমিকে ভালো রেজাল্ট করার জন্য শ্রেয়সী Santai কে একটা খুব সুন্দর গল্পের বই উপহার দিয়েছে ।

আজও খুব গরম। লু বইছে। Students রা এই গরমের মধ্যে পরীক্ষা দিতে আসছে। অসুখে পড়লে খুব একটা আশ্চর্য হবো না। টানা ইনভিজিলেশন ডিউটি চলছে। ক্লাস রুম গুলি যেন ফার্নেস হয়ে রয়েছে। ৪ তে নাগাদ দেখি একটু মেঘ করে বৃষ্টি হলো। ঠান্ডা হাওয়াও দিলো। সব মিলিয়ে ১০-১৫ মিনিট বৃষ্টি হয়েছে। তারপর যে গরম সেই অবস্থাতেই আবার ফিরে এলো। খুব ক্লান্ত লাগছে। কাল একটি ডান্স এর প্রোগ্র্যাম আছে বেহালা শরৎ সদনে। জানিনা যেতে পারবো কিনা।

আজ আমি আর অর্ণব যখন বিড়ি খেতে যাচ্ছিলাম, দেখি একটা সিঁড়ির চাতালে অল্প একটু বসার মতো জায়গা আছে। তার পাশে স্টুডেন্টসদের একটা বড় cheat sheet পড়ে আছে। অর্ণবকে বললাম, ভাব একবার, DD গালে হাত দিয়ে বসে আছে, তুই সামনে দাঁড়িয়ে, জ্বলন্ত চোখে তাকিয়ে আছিস, পাশে ওই sheet টা দেখা যাচ্ছে. কি দুরন্ত ছবিটা হবে। DD কে বলা হবে তুই এমন pose দিয়ে বোস, একটা দারুন ফ্রেম হবে। কোনো ভাবেই ওকে জানানো যাবেনা sheet টার কথা।

বাড়ি ফিরে সোমনাথ এর সাথে কথা বললাম। খুব ভেঙে পড়েছে ছেলেটা। এই বিপর্যয় মোকাবিলা করার জন্য ভগবান ওকে শক্তি দিন। ।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *