My Inward Journey S1 E11

Share

Journal – S1 E11 – Sunday, June 18th, 2023 at Sonarpur, Kolkata

Composition আর framing নিয়ে যে লেখাগুলি লিখেছি তার ছবি তোলা শেষ করলাম। নন্দিতা ডিমগুলিতে খুব সুন্দর করে চোখ মুখ এঁকে দিয়েছিলো কাল। নিজের ওয়াল এ পোস্টও করেছে দেখলাম। বেশ ভালোই লাগছে। আজ কিছু এডিট করেছি, কাল বাকিটা করে ফেলবো আসা করছি। তারপর দুটো লেখায় পোস্ট করবো।
আজ humpty dumpty র ছবিও তুলেছি। একজন উঁচু থেকে পড়ে যাচ্ছে আর একজন বাঁচাচ্ছে এমন কম্পোজিশন এরও ছবি তুললাম। সবগুলিই ডিম্ দিয়ে। এই সব কাজ করতে গিয়ে নন্দিতা খুব খেটেছে।

একটা GIF image করবো বলে হাই shutter speed এ ডিমের ছবি তুললাম। উপর থেকে পড়ছে তারপর ফট করে ফেটে যাচ্ছে frying pan এ। খুব মজা এসে গেছিলো কাজগুলি করার সময়।

একটা সফটবক্স বানাবো indoor ফোটোগ্রাফি করার জন্য। নান্দিতাকে মানাতে হবে। আমার একার দ্বারা সম্ভব নয়। Amazon এ দেখলাম। অনেক দাম। নিজেই বানিয়ে নেবো। যদিও অনেক খাটতে হবে। এটা করতে পারলে tabletop ফোটোগ্রাফিটা ভালো করে করতে পারবো।

Nikon Z9 এর রিভিউ, ফার্মওয়্যার আপডেট সব পড়ছিলাম। এই ক্যামেরা কেনাটা সাধ্যের অতীত। কোম্পানিগুলিতো আমাদের কথাও একটু ভাবতে পারে। ৪,৬০,০০০/- টাকা দাম। তাও শুধু বডি। R5, R6 Canon এর । তাও ভালোই দাম। প্রায় ২,৫০,০০০/- টাকার মতো। তবে ক্যানন কিনলে আমাকে পুরো সেট পাল্টাতে হবে। নিকন এর কোনো লেন্স ওতে ফিট হবে না। নিকন যে কেন দুম করে D500 টা ওল্ড মডেল ঘোষণা করলো বোঝাই গেলো না। This is unfair. ছবি তুলতে গেলেই ভয় লাগে যদি খারাপ হয়ে যায় আর পার্টস না পাওয়া যায় ক্যামেরাটা পুরো অকেজো হয়ে পড়ে থাকবে। ভাবছি একবার সার্ভিসিং করিয়ে নেবো। এতে ভালোই হবে মনে হয়। At least স্প্রিং ট্রিং গুলি আলগা হয়ে গেলে বা ধুলো ময়লা পড়লে পরিষ্কার হয়ে যাবে।

I hope to publish my clicks of dance events on FB from Wednesday. দেখা যাক।

Share

One Comment

  1. Waiting for your FB presence again Sir

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *