My Inward Journey S1 E10

Share

Journal – S1 E10 – Thursday, June 15th, 2023 at Sonarpur, Kolkata

আজ একটি অত্যাশ্চর্য ঘটনার সাক্ষী রইলাম। Clickstory তে various lighting conditions নিয়ে একটি লেখা লিখেছি। তার জন্য একটা সাবজেক্ট দরকার। কি করি? আমার কাছে একটি ঠাকুরের মুখ আছে। দীর্ঘ পুরানো। বোধয় ২৫-৩০ বছর আগে কেনা। পটুয়াদের থেকে কিনে এনেছিলাম। শুধু মাটির মুখ। কোনো রং ইত্যাদি নাই। নন্দিতাকে বললাম লাইট গুলি কি ভাবে ধরতে হবে আর সেই অনুযায়ী ছবি তুলে গেলাম। একটা সাইড লাইট এর ছবি ছিল। Photoshop এ যখন এডিট করতে গেছি, just কিছুক্ষন অবাক হয়ে তাকিয়ে ছিলাম। এও কি সম্ভব! ঠাকুরের একটি চোখ এর মনি দেখা যাচ্ছে কালো মতো। স্পষ্ট নয়, কিন্তু বোঝা যাচ্ছে। Full front light এর ছবি তুলেছি। ভালো করে দেখলাম, এডিট করলাম, কিন্তু কোই, মনি তো দেখা যাচ্ছে না। Butterfly, Rembrandt, 90 degree, 0 degree সব রকম ছবি তো তুলেছি, শুধু এই ছবিটাতেই এমন হলো । এখনো এক অদ্ভুত আনন্দ, ভালোলাগা আমাকে আবিষ্ট করে আছে।

আমি লিংক টা শেয়ার করছি। সময় পেলে আপনারা দেখবেন পোস্টটা। ওখানে সব ছবি গুলি দেয়া আছে। সহজেই বুঝে যাবেন কোন ছবিটার কথা আমি বলছি।
Effects of different lighting angles in photography

ভগবান আমার প্রণাম গ্রহণ করো।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *